New Update
/anm-bengali/media/media_files/C47oXIbKLtY84Z9MccU5.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি হয়ে চলেছে। ম্যাঙ্গালুরু, মুলকি, উল্লাল, মুডবিদ্রি এবং বান্টওয়াল জেলায় আজ অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতিবৃষ্টির কারণে সমস্ত স্কুল ও কলেজে জেলা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। দক্ষিণ কন্নড়ের ডিসি মুলাই মুগিলান এই বিষয়ে জানিয়েছেন।
Karnataka | Due to excessive rain in the region, holiday has been announced by the District authority in all schools and colleges in Mangaluru, Mulki, Ullal, Moodbidri and Bantwal: Dakshina Kannada DC Mulai Mugilan
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us