New Update
/anm-bengali/media/media_files/vOVWH0EpztkkKKuzib1Y.jpg)
নিজস্ব সংবাদদাতা: চোরাচালান রুখতে বড় সাফল্য পেল আসাম রাইফেলস। চোরাচালান রুখতে অভিযান চালিয়ে আসাম রাইফেলস এর একটি দল আরেকা বাদামের ২৪০ টি বস্তা উদ্ধার করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৪ লক্ষ ৪০ হাজার টাকা। অভিযানটি পরিচালনা করা হয় মিজোরামের চাম্পাই জেলার মুরলেন টিআর জংশনে। আরও তদন্ত চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us