ব্রেকিং: 'বিদ্যুতের দাম অনেকটা বৃদ্ধি'- কারণ জানানো হল

এবার মোদী সরকারকে নিশানা করলেন ভূপেশ বাঘেল। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: এবার রাহুল গান্ধীকে সমর্থন করে আদানি ইস্যুতে নরেন্দ্র মোদীর কেন্দ্র সরকারের বিরুদ্ধে মুখ খুললেন ভূপেশ বাঘেল। তিনি বলেছেন, "খনি, বিমানবন্দর, রেলপথ, সবকিছু আদানির কাছে যাচ্ছে।  আদানিদের হাতে এই সব জিনিস তুলে দেওয়া হচ্ছে কি করে? রাহুল গান্ধী ঠিকই বলেছেন। আজ বিদ্যুতের দাম বাড়লেও আদানির থেকে দামি কয়লা কেনার কারণে তা বেড়েছে"।