ব্রেকিং: এবার রাজস্থান, নরেন্দ্র মোদী, কংগ্রেসের শচীন পাইলট

নরেন্দ্র মোদী রাজস্থান জয় করতে চাইছে। তাকে নিয়ে এবার মন্তব্য করলেন শচীন পাইলট। 

author-image
Aniket
New Update
Narendra Modi

File Picture

নিজস্ব সংবাদদাতা: নরেন্দ্র মোদীর লক্ষ্য এবার রাজস্থান। রাজস্থানে কংগ্রেস সরকারকে হারিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে মরিয়া বিজেপি শিবির। আজ রাজস্থান সফর করেছেন মোদী। এবার মোদীকে নিশানা করলেন কংগ্রেস নেতা শচীন পাইলট।

राजस्थान: 'जादूगरी' पर सचिन पायलट का तंज, पेपर लीक के मुद्दे पर दागे तीखे  सवाल - Rajasthan Congress leader Sachin Pilot targeted CM Ashok Gehlot  Jadugari ntc - AajTak

তিনি বলেছেন, "আজও তিনি (প্রধানমন্ত্রী) ইআরসিপি নিয়ে কোনও ঘোষণা করেননি। তিনি জনগণের সমস্যাগুলি উত্থাপন করছেন না। বিরোধীদের দ্বারা অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে কিন্তু তিনি মণিপুর ইস্যুতে 'মৌন ব্রত' রেখেছেন। আমরা সবাই চাই যে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার হিসাবে মোদীর আলোচনা করা উচিত"।