রাজস্থান নির্বাচন, ভোটের আগেই জানা গেল ফলাফল

রাজস্থানের সাম্রাজ্যে বদল ঘটাতে মরিয়া গেরুয়া শিবির।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। রাজস্থানকে পাখির চোখ করে রেখেছে বিজেপি। কেননা সেখানে এতোদিন শাসন চালিয়েছে কংগ্রেস। তাই সেই সাম্রাজ্যে বদল ঘটাতে মরিয়া গেরুয়া শিবির। তাই এরই মধ্যে নির্বাচনের ফলাফল নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

এদিন তিনি বলেন, “রাজস্থানের মানুষ তাদের মন তৈরি করে ফেলেছে। বর্তমানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট সরকার সমাজের প্রতিটি স্তরের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি তারা। তাই এবার তাঁর হিসেব নেবে জনতা। ২০১৮ সাল থেকেই জনগণ বিশ্বাসঘাতকতা বোধ করে। জনগণ ঐক্যবদ্ধ, এবার শাসন বদলাবে এবং এমনভাবে বদলাবে যে একটি নতুন ইতিহাস তৈরি হবে জনগণের হাত দিয়েই”।

hiren