ব্রেকিং: সকাল সকাল বড় বার্তা দিলেন মল্লিকার্জুন খাড়গে, করলেন নিবেদন

গান্ধীজিকে নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বড় বার্তা দিলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। 

author-image
Aniket
New Update
hkj.k

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ গান্ধী জয়ন্তী, এই উপলক্ষে গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বড় বার্তা দিলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে। তিনি ট্যুইট করে বলেছেন, "মহাত্মা গান্ধী জি শুধু একজন ব্যক্তি নন, তিনি আমাদের মহান জাতির এক ধারণা, এক আদর্শ এবং নৈতিক কম্পাস। তার সত্য, অহিংসা, স্বাধীনতা, সাম্য ও সহাবস্থানের আদর্শের চিরন্তন মূল্য রয়েছে। আমরা তার জয়ন্তীতে বাপুর আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন করি"।

hiring.jpg

hiring 2.jpeg