ব্রেকিং: কেজরিওয়াল ও বিজেপিকে একত্রে- রাজনৈতিক শোরগোল

কেজরিওয়াল ও বিজেপিকে একত্রে নিশানা করলেন প্রমোদ তিওয়ারি।

author-image
Aniket
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: দিল্লির বায়ু দূষণ নিয়ে বিজেপি ও কেজরিওয়ালকে একত্রে নিশানা করলেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি। তিনি বলেছেন, "এটা প্রতি বছরের গল্প। এমনকি কুম্ভকর্ণও ছয় মাসে জেগে উঠত, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এবং বিজেপি এখনও ঘুমাচ্ছে। তাদের জেগে ওঠা দরকার। কেনও এখনও পাঞ্জাব ও হরিয়ানায় খড় পোড়ানো চলছে? কেনও তারা এই সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়নি?" প্রমোদ তিওয়ারির এই বক্তব্যে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।

hiring 2.jpeg