ব্রেকিং: আনন্দ উৎসব বদলে গেল কান্নায়, মৃত একাধিক

আম্বেদকর জয়ন্তীর র‌্যালি শেষে ফেরার সময় ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশের ডিসিপি এবং শীর্ষ কর্মকর্তারা। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
death death



নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের পালঘর জেলার ভিরার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আম্বেদকর জয়ন্তীর র‌্যালি শেষে ফেরার সময় ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ভিরার পুলিশের ডিসিপি এবং শীর্ষ কর্মকর্তারা।