New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। ইউক্রেন জুড়ে ক্রমাগতই হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। রাশিয়ান বাহিনীর হামলার ফলে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন এলাকা। রাশিয়ান বাহিনীর হামলার ফলে ইউক্রেনে মৃত্যু মিছিল নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। তবে এবার জানা যাচ্ছে, রাশিয়ার কুরস্কে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ফলে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে ঘটনায় এখনও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার সঙ্গে ইউক্রেনের যোগ রয়েছে কিনা সেই বিষয়েও এখনও জানা যায়নি। ইতিমধ্যেই সামনে এসেছে কুরস্কে বিস্ফোরণের ভিডিও। দেখুন ভিডিও-
Explosions were heard in Kursk. This is reported by local social networks.
— FLASH (@Flash_news_ua) June 22, 2023
👉 @Flash_news_uapic.twitter.com/alss8ubN7y
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us