BREAKING: তৎকাল টিকিটে যাচাই করা হবে ই-আধার! যাত্রী সুবিধায় বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল

যাত্রী সুবিধায় বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল।

author-image
Aniket
New Update
f

নিজস্ব সংবাদদাতা: এবার যাত্রী সুবিধার কথা মাথায় রেখে এক বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এবার ই-আধার যাচাইকরণ চালু করতে চলেছে ভারতীয় রেল।

Union Minister Ashwini Vaishnaw Unveils ₹7,927 Crore Railway Projects To  Boost Connectivity Across Maharashtra, MP And UP

আজ এই বিষয়ে এক বড় টুইট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিজের এই টুইটে তিনি লেখেন,''ভারতীয় রেল খুব শীঘ্রই তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ই-আধার যাচাইকরণ শুরু করবে। এরফলে প্রকৃত যাত্রীরা প্রয়োজনে নিশ্চিত সময়ে টিকিট পেতে সুবিধা পাবেন।”