/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিজেপির তরফে বারংবার দাবি করা হয়েছে বিরোধীদের মধ্যে মতপার্থক্য থাকবে ফলে বিরোধী জোট কার্যকর হবে না। বেঙ্গালুরুতে শুরু হয়েছে বিরোধীদের বৈঠক। আর বৈঠকের শুরুতেই মতপার্থক্যর কথা মেনে নিলেন বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, "আমরা সচেতন যে রাজ্য স্তরে আমাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্য আদর্শগত নয়। এই পার্থক্যগুলি এত বড় নয় যে আমরা সাধারণ মানুষ এবং মধ্যবিত্তের স্বার্থে, যুবকদের জন্য, দরিদ্রদের জন্য, দলিতদের জন্য, আদিবাসীদের এবং সংখ্যালঘুদের জন্য যাদের অধিকার পর্দার আড়ালে নীরবে চূর্ণ করা হচ্ছে তাদের জন্য পেছনে সরিয়ে রাখতে পারব না"।
At the joint Opposition meeting in Bengaluru, Congress President Mallikarjun Kharge said - We are aware that at the state level, there are differences between some of us. These differences are not ideological. These differences are not so big that we cannot put them behind us for… pic.twitter.com/sCKTAGO0Cc
— ANI (@ANI) July 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us