ব্রেকিং: মৃত্যু, আর নেই, খবর শুনেই শোকস্তব্ধ মল্লিকার্জুন খাড়গে!

গীতা মেহতা জির মৃত্যুতে শোকাহত মল্লিকার্জুন খাড়গে। 

author-image
Aniket
17 Sep 2023
mallikarjun-kharge

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হয়েছেন প্রখ্যাত লেখক, সাংবাদিক এবং প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা গীতা মেহতা। তার মৃত্যুতে এবার শোক প্রকাশ করেছেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, "প্রখ্যাত লেখক, সাংবাদিক এবং প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা গীতা মেহতা জির মৃত্যুতে শোকাহত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ১৯৭১ এর কভারেজের জন্য পরিচিত, তিনি সংস্কৃতি ও সাহিত্যের ক্ষেত্রেও ব্যতিক্রমী অবদান রেখেছিলেন। শ্রী নবীন পট্টনায়েক, তার পরিবার এবং ভক্তদের প্রতি আমাদের গভীর সমবেদনা"।