/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে নতুন সংসদ ভবন উদ্বোধন করা হবে রবিবার। আজ রয়েছে এনআইটিআই আয়োগের বৈঠক। এনআইটিআই আয়োগের বৈঠকের আগে দিল্লিতে নতুন সংসদ ভবন উদ্বোধন করা নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি দাবি করেছেন, দেশের ইতিহাস বদলে দেওয়া হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, "নতুন সংসদের কী দরকার ছিল? আগের ভবনটি ছিল একটি ঐতিহাসিক ভবন। আমি আগে থেকেই বারবার বলেছি, ক্ষমতায় থাকা ব্যক্তিরা এই দেশের ইতিহাস বদলে দেবে। আজ এনআইটিআই আয়োগের বৈঠকে এবং আগামীকাল নতুন সংসদ ভবনের উদ্বোধনে যোগ দেওয়ার কোনও অর্থ হয়না"।
#WATCH | What was the need for a new Parliament? The earlier building was a historic one. I have repeatedly said that the people in power will change the history of this country. There was no sense to attend the NITI Aayog meeting today and also the inauguration of the new… pic.twitter.com/ocLyBPLF4U
— ANI (@ANI) May 27, 2023