বড় খবর: 'মণিপুরের সহিংসতায় জড়িত চীন'

মণিপুরের সংহিংসতার বিষয়ে এবার মুখ খুললেন সঞ্জয় রাউত। তিনি জানিয়েছেন, মণিপুরের সহিংসতায় জড়িত রয়েছে চীন। 

author-image
Aniket
New Update
Manipur

File Picture

নিজস্ব সংবাদদাতা: মণিপুরের পরিস্থিতি ক্রমশই খারাপ হয়ে উঠছে। যার ফলে রাজ্য জুড়ে ভয়ের পরিবেশ বিরাজ করছে। এবার মণিপুরের সংহিংসতার বিষয়ে বার্তা দিতে গিয়ে বড় দাবি করলেন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

PM promoting traitorship…': Sanjay Raut's jab as Modi embarks on key US  trip | Latest News India - Hindustan Times

 তিনি দাবি করেছেন, মণিপুরের সহিংসতায় যুক্ত রয়েছে চীন। তিনি বলেছেন, "মণিপুরের সহিংসতায় চীন জড়িত। কেন্দ্রীয় সরকার চীনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত"।