ব্রেকিং: ছট পুজোয় যাওয়ায় হল কাল! গুলি করে মেরে দেওয়া হল, এই মুহূর্তের বিশাল খবর

ছট ঘাট থেকে পূজা সেরে ফেরার সময় গুলি করে হত্যা। 

author-image
Aniket
20 Nov 2023
New Update
breakinganm

 

 

নিজস্ব সংবাদদাতা: বিহারের লক্ষীসরাইয়ের কাবাইয়া থানার অন্তর্গত পাঞ্জাবি মহল্লায় এক পরিবারের দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে এবং চারজন আহত হয়েছে। ছট ঘাট থেকে পূজা সেরে ফেরার সময় গুলি চালানো হয়। আহত তিনজনকে বেগুসরাই সদর হাসপাতাল থেকে পাটনায় রেফার করা হয়েছে। প্রেম ঘটিত কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত চলছে।

 

hiring 2.jpeg