New Update
/anm-bengali/media/media_files/1n5opd2povu3z4HFIUsj.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ এবং কাল বেঙ্গালুরুতে দ্বিতীয় বার কেন্দ্র সরকার থেকে বিজেপিকে সরানোর জন্য এক হয়ে লড়াই করার ভাবনায় বৈঠক করবে বিরোধী দলগুলিকে। একাধিক বিরোধী দলের নেতার পর এবার বিরোধী বৈঠক নিয়ে মন্তব্য করলেন সঞ্জয় রাউতও। তিনি জানিয়েছেন, আজকের বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেই সম্বন্ধে মন্তব্য করেছেন সঞ্জয় রাউত। তিনি বলেছেন, "ইভিএম মেশিন, লোকসভা আসন ভাগাভাগি, জোটের নাম কি হবে এই বিষয়গুলি সহ অনেক বিষয় নিয়ে আলোচনা হবে"।
#WATCH | " There will be discussion on many things including EVM machines, Lok Sabha seat sharing, what will be the name of the front", says Uddhav Thackeray Faction MP Sanjay Raut on #OppositionMeetingpic.twitter.com/845MavnkK8
— ANI (@ANI) July 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us