নিজস্ব সংবাদদাতা: পুরোনো সংসদের বিদায় বেলায় বিশেষ ফটো সেশনের আয়োজন করা হয়েছে। এই ফটো সেশনে অংশ নিয়ে আচমকাই অজ্ঞান হয়ে যান বিজেপি সাংসদ নরহরি আমিন। ফলে উত্তেজনা তৈরি হয়। দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি এখন সুস্থ হয়ে উঠেছেন। ফটো সেশনে অংশ নিয়েছেন তিনি।
#WATCH | BJP MP Narhari Amin fainted during the group photo session of Parliamentarians. He has now recovered and is a part of the photo session. pic.twitter.com/goeqh9JxGN