ব্রেকিং: সংসদে আরও শক্তি বাড়ল বিজেপির, নতুন নেতার শপথ

রাজ্যসভার মেম্বার হিসাবে শপথ নিয়েছেন বিজেপি নেতা দীনেশ শর্মা। 

author-image
Aniket
18 Sep 2023
yrtrh

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ সংসদে চলছে বিশেষ অধিবেশন। এই অধিবেশন চলাকালীন এবার বিজেপি নেতা দীনেশ শর্মা রাজ্যসভার সংসদ সদস্য (মধ্যপ্রদেশ) হিসাবে শপথ নিয়েছেন। ফলে বলা বাহুল্য আবার রাজ্যসভায় শক্তি বাড়ল বিজেপির। উল্লেখ্য, সংসদের বিশেষ অধিবেশন নিয়ে বিরোধীরা প্রথম থেকেই বিরোধিতা করেছেন।