ব্রেকিং: বিরোধীদের বৈঠকের আগেই এবার বেঁকে বসল বড় দল

বিরোধীদের মহাগঠনবন্ধনে দেশ জুড়ে দলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার বিরোধী জোটের বিরুদ্ধে মন্তব্য করল জেডি(এস)।

author-image
Aniket
New Update
f

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২০২৪ এর লোকসভা নির্বাচনে এনডিএ সরকারকে দেশের ক্ষমতা থেকে সরিয়ে দিতে আজ এবং আগামীকাল বেঙ্গালুরুতে ফের বৈঠকে বসবে বিরোধী দলগুলি। পাটনায় বিরোধীদের বৈঠকে ১৫ টি দল থাকলেও বেঙ্গালুরুর বৈঠকে থাকছে ২৬ টি দল। তবে বিরোধীদের জোটে অংশগ্রহণের ক্ষেত্রে এবার বেঁকে বসল জেডি(এস)।

JDS to ally with BJP? Former Karnataka CMs Yediyurappa, Kumaraswamy say… |  Mint #AskBetterQuestions

জেডি(এস) নেতা এইচডি কুমারস্বামী বলেছেন, "বিরোধীরা কখনই জেডি(এস) দলকে তাদের অংশ বলে মনে করেনি। তাই, জেডি(এস) দলের কোনও মহাগঠনবন্ধনের দল হওয়ার প্রশ্নই আসে না"। এনডিএ জোটে অংশগ্রহণের প্রসঙ্গে এইচডি কুমারস্বামী বলেছেন, "এনডিএ আমাদের দলকে কোনও বৈঠকের জন্য আমন্ত্রণ জানায়নি"।