ব্রেকিং: 'মানুষের প্রতিনিধিত্বের জন্য বড় সিদ্ধান্ত', এবার কংগ্রেসের বড় নেতা

মণিপুরে পৌঁছেছেন বিরোধীরা। এবার এই বিষয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: মণিপুরে পৌঁছেছে বিরোধী জোট 'ইন্ডিয়া'। মণিপুরের ইম্ফল থেকে বিরোধীদের এই সিদ্ধান্তের বিষয়ে এবার জানিয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তিনি জানিয়েছেন, মানুষের জন্য প্রতিনিধিত্ব করার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে 'ইন্ডিয়া'। তিনি বলেছেন, "আমরা চাই জনগণের দাবি শোনা হোক এবং আমরা জনগণের দাবির প্রতিনিধিত্ব করতে এসেছি। আমরা মণিপুরের জনগণ এবং তাদের উদ্বেগের প্রতিনিধিত্ব করতে এসেছি"। উল্লেখ্য, মণিপুর ইস্যুতে উত্তাল হয়ে রয়েছে দেশ। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে মণিপুরকে হাতিয়ার করছে বিরোধী জোট 'ইন্ডিয়া'। তারা প্রশ্ন তুলছে, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ কেনও?

Gaurav Gogoi appointed AICC incharge of Tripura, Manipur - The Hindu

এরই মধ্যে মণিপুরের নৃশংসতার গায়ে শিহরণ জাগানো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দুই নারীকে ধর্ষণ করে উলঙ্গ অবস্থায় রাস্তায় হাঁটাতে দেখা যাচ্ছে। এই ভিডিও ভাইরাল হতেই লজ্জায় ভারতের মাথা নিচু হয়ে গিয়েছে। এরপরেই এই ভিডিওর ইস্যুতে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনার সঙ্গে জড়িতদের ছাড়া হবে না বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই এই ঘটনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। তবে প্রায় ৩ মাস ধরে মণিপুরে চলমান হিংসার জন্য ডবল ইঞ্জিন সরকারকেই দায়ী করেছে বিরোধীরা। এখনও কেনও মণিপুরকে শান্ত করা যাচ্ছে না? প্রশ্ন তুলছে বিরোধীরা। এই পরিস্থিতিতে সদ্য গঠিত 'ইন্ডিয়া' জোট আজ মণিপুর গিয়েছে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের। তবে বিরোধীদের এই সফরকে পাত্তা দিতে নারাজ বিজেপি। নিজেদের জোটের গুরুত্ব বাড়াতে বিরোধীরা মণিপুর গিয়েছে বলে মত বিজেপির। বিরোধীদের জোটকে প্রথম থেকেই গুরুত্ব দিচ্ছে না বিজেপি। বিজেপির নেতা ও নেত্রীরা একাধিকবার বলেছেন, "শূন্য ও শূন্য মিলে শূন্যই হয়"। ভারতের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে ভরসা রেখে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য তাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করবেন বলে আশাবাদী বিজেপির নেতা ও নেত্রীরা।