/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: শিওরে তেলেঙ্গানা নির্বাচন। তার ঠিক আগেই এবার কংগ্রেসের ওপর বড় অভিযোগ আনলেন বিআরএস এমএলসি কে কবিতা। তিনি বলেছেন, "আজ, কংগ্রেস দলের নেতারা বোধন কেন্দ্রে আমাদের বিধায়ক প্রার্থীকে আক্রমণ করেছেন। আমাদের দলের ক্যাডারদের ওপরও হামলা হয়েছে। কংগ্রেস তার আসল রঙ দেখাতে শুরু করেছে কারণ রাজ্যে জয় নিয়ে তাদের নিরাপত্তাহীনতা রয়েছে। তেলেঙ্গানায় আমরা আমাদের জনগণের পাশে দাঁড়াব। বিআরএস যদি সত্যিই তাদের (কংগ্রেস) প্রার্থীদের আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, তবে তারা তাদের ঘর থেকে বের হতে পারবে না"।
#TelanganaElection2023 | BRS MLC K Kavitha says, "Today, Congress party leaders have attacked our MLA candidate in Bodhan constituency. The cadre of our party was also attacked. Congress has started showing its real colour because of the insecurities they have about winning the… pic.twitter.com/rx39vqMwRk
— ANI (@ANI) November 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us