/anm-bengali/media/media_files/bI0YtXqM4y3bnnKcf3fb.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএকে হারাতে কংগ্রেস ও আম আদমি পার্টি কেন্দ্রীয় স্তরে জোট বেঁধে মহাজোটের অংশ হয়েছে। তবে এবার পাঞ্জাবে লোকসভা নির্বাচন নিয়ে কংগ্রেস ও আপের দ্বন্দ্ব ফের সামনে চলে এল। পাঞ্জাবে আপ সরকারকে কড়া ভাষায় নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজওয়া।
/anm-bengali/media/post_attachments/BeFklIGrHLUorcWG3pU3.jpg)
তিনি বলেছেন, "দীর্ঘদিন ধরে কংগ্রেস পাঞ্জাবের দুটি প্রধান দলগুলির মধ্যে একটি। মানুষ একটি পরিবর্তন চেয়েছিল, তারা এই লোকগুলিকে (এএপি) ক্ষমতায় এনেছিল। তবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঞ্জাব অর্থনৈতিকভাবে, আইনশৃঙ্খলা এবং অন্য নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি নিশ্চিত ২০২৪ সালের সংসদ নির্বাচনে কংগ্রেস বড় ব্যবধানে ফিরে আসবে। একটি জোট বিজেপির নেতৃত্বে অন্যটি কংগ্রেসের নেতৃত্বে, তাই জনগণ তাদের ভোট দেওয়ার সময় তা হয় বিজেপি বা কংগ্রেসের পক্ষে দেবেন। আপ কোথাও নেই। কেনও আমরা আপের সঙ্গে জোট বাঁধব?"
#WATCH | Punjab LoP and Congress leader Partap Singh Bajwa says, "Congress for a long time has been one of the two major parties of Punjab...People wanted a change, they brought these people (AAP) to power and people have been suffering...Punjab has been suffering be it… pic.twitter.com/7fuTslCJWi
— ANI (@ANI) July 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us