ব্রেকিং: আবার বিজেপি, নীতিশের চমক

আবার বিজেপিকে নিশানা নীতিশ কুমারের। এবার চমকপ্রদ কর্মসূচি পালন করবে নীতিশ কুমারের দল। 

author-image
Aniket
New Update
nitish.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার আবার বিজেপিকে নিশানা করে কর্মসূচি পালন করতে চলছে নীতিশ কুমারের জনতা দল (ইউনাইটেড)। এবারের কর্মসূচিতে রয়েছে চমক। বিজেপির বিরুদ্ধে এবার জেডি(ইউ) 'পোল খোল' প্রচার শুরু করবে। ১ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি শুরু হবে। দলটি ১ থেকে ৫ টি সেপ্টেম্বর সমস্ত জেলা সদরে মশাল মিছিল এবং ৭ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত মোমবাতি মিছিলের আয়োজন করবে। ১৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ঘরে ঘরে কালো পতাকা লাগিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানাবে দলটি।