ব্রেকিং: 'বিজেপির দখলে ৫৫ আসন, কংগ্রেসের হাতে ৩৫ আসন', সরকার বদল!

এই রাজ্যে জয় পেতে পারে বিজেপি। 

author-image
Aniket
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আগে দেশের ৫ রাজ্যে নির্বাচন দেশ জুড়ে তরজা বৃদ্ধি করছে। রাজস্থান, তেলেঙ্গনা, মধ্যপ্রদেশ, মিজোরাম ও ছত্তিশগড় এই ৫ রাজ্যের নির্বাচন জয়ের উদ্দেশ্যে একের পর এক দাবি করে চলেছে বিজেপি ও কংগ্রেস। এবার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা রমন সিং এক্সিট পোলের বিষয়ে বার্তা দিয়েছেন। তিনি দাবি করেছেন, বিজেপির দখলে ৫৫ টি আসন আসতে চলেছে ছত্তিশগড়ে। অপরদিকে ছত্তিশগড়ে কংগ্রেস মাত্র ৩৫ টি আসন পাবে বলে দাবি করেছেন তিনি। তিনি জানিয়েছেন, ছত্তিশগড়ে সরকার বদল হতে চলেছে। তিনি বলেছেন, "এক্সিট পোল থেকে এটা স্পষ্ট যে বিজেপি বিশাল লাফ দিয়েছে। ১৫ টি আসন থেকে আমরা লাফিয়ে ৪৮ টি আসনে পৌঁছেছি। আমি বিশ্বাস করি যে বিজেপি অবশ্যই ৪৮ টি আসন অতিক্রম করবে এবং আমরা প্রায় ৫৫ থেকে ৫৬ টি আসন পাব এবং বিজেপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। যারা ভয় পাচ্ছে তারা অপারেশন লোটাসের কথা বলছে। ৩ ডিসেম্বরের ফলাফল দেখাবে যে কংগ্রেস ৩৫ টির নিচে আসন পাবে, তারা ৪০ টি আসনও পাবে না"। আজ তেলেঙ্গনায় বিধানসভা নিৰ্বাচন শেষ হয়েছে। ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম ও ছত্তিশড়ে নির্বাচন শেষ হয়েছে। এখন অপেক্ষা ৩ ডিসেম্বর পর্যন্ত। ওই দিনই জানা যাবে ৫ রাজ্যের নির্বাচনে কোন রাজ্যে শেষ হাসি কোন দলে জিতবে।

a a a a a aa a a a a a a a a a a a a a a aa aa a a a a a a a a a a a a a a a a a a a a a aa a a a a a aa a a a a aa a a a a a a a a a a a a 

hiring 2.jpeg