BREAKING: সমাজবাদী পার্টির বিশৃঙ্খল সদস্যরা অনুপ্রবেশ করছে ! এবার কাঁওয়ার যাত্রা নিয়ে সরব হলেন ব্রজেশ পাঠক

কি বললেন ব্রজেশ পাঠক ?

author-image
Debjit Biswas
New Update
 brajesh pathak.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি কাঁওয়ার যাত্রাকে কেন্দ্র করে বেশকিছু দুষ্কৃতী কার্যকলাপের খবর পাওয়া গিয়েছিল উত্তর প্রদেশে। আর এবার এই বিষয়ে সমাজবাদী পার্টিকেই দায়ী করলেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেন,''সমাজবাদী পার্টির কিছু বিশৃঙ্খল উপাদান কাঁওয়ার যাত্রায়, কাঁওয়ার তীর্থযাত্রীদের ছদ্মবেশে প্রবেশ করছে, যাতে তারা এই যাত্রাকে কলঙ্কিত করতে পারে। কিন্তু আমাদের সরকার আইন-শৃঙ্খলা নিয়ে অত্যন্ত কঠোর। আইন ভঙ্গ করলে কাউকে ছাড়া হবে না। এই বিষয়ে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। এই ধরনের উপাদানগুলির উপর কড়া নজরদারি রাখা হচ্ছে এবং কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

brajeshhj1.jpg