BREAKING: কর্মের ভিত্তিতে পরিচিত হন, জাতির ভিত্তিতে নয় ! এবার গর্জে উঠলেন ব্রজেশ পাঠক

কি বললেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ?

author-image
Debjit Biswas
New Update
brajesh pathakq1.jpg

নিজস্ব সংবাদদাতা - সম্প্রতি উইং কমান্ডার ভূমিকা সিং-কে নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করেন সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল যাদব। আর এবার এই বিষয়েই গর্জে উঠলেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেন,''উইং কমান্ডার ভূমিকা সিং-এর অপমান মানেই গোটা দেশের অপমান। তিনি দেশের গর্ব ও নারীর ক্ষমতায়নের প্রতীক। কেবলমাত্র জাতিগত পরিচয়ের ভিত্তিতে তাঁকে অসম্মান করে সমাজবাদী পার্টি তাদের সংকীর্ণ মানসিকতা ও নারীবিরোধী মনোভাব প্রকাশ করেছে। নতুন ভারতে মানুষ কর্মের ভিত্তিতে পরিচিত হন, জাতির ভিত্তিতে নয়।''

brajesh pathak editted.jpg