নিজস্ব সংবাদদাতা : জনবিন্যাসের পরিবর্তন ইস্যুতে এবার গর্জে উঠলেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেন,''বিজেপি সরকার সম্ভলসহ ভারতের কোনও জায়গাতেই জনসংখ্যার পরিবর্তন হতে দেবে না। আমাদের সরকার সব সম্প্রদায়ের মানুষের অধিকার সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।" তার এই মন্তব্যের পর রাজনৌতিক মহলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/zTxLfKSGt0tf1TOkjkzp.jpg)
জনবিন্যাসের পরিবর্তন হতে দেবে না বিজেপি ! এবার গর্জে উঠলেন ব্রজেশ পাঠক
কি বললেন ব্রজেশ পাঠক ?
নিজস্ব সংবাদদাতা : জনবিন্যাসের পরিবর্তন ইস্যুতে এবার গর্জে উঠলেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি বলেন,''বিজেপি সরকার সম্ভলসহ ভারতের কোনও জায়গাতেই জনসংখ্যার পরিবর্তন হতে দেবে না। আমাদের সরকার সব সম্প্রদায়ের মানুষের অধিকার সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।" তার এই মন্তব্যের পর রাজনৌতিক মহলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।