/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ সোমবার সকালে,হিমাচল প্রদেশের কুলু জেলার সেশন কোর্টে, বোমা লুকিয়ে রাখার হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয়। যারফলে সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে সেখানকার পুলিশ ও গোয়েন্দা বিভাগ। এই বিষয়ে পুলিশ জানিয়েছে, ''আজ সোমবার সকালে কোর্টের দপ্তরে এই সন্দেহজনক ইমেলটি আসে। এরপর সঙ্গে সঙ্গেই গোটা চত্বর ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং দ্রুত তল্লাশি অভিযান চলছে।'' এছাড়াও পুলিশ জানিয়েছে,''এটি ভুয়ো হুমকি কি না, তা এখনও বলা যাচ্ছে না। তবে ইতিমধ্যেই সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। কোর্টের কাজ কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/hcz6UOwCXwrSburuoxjg.jpg)
#WATCH | Kullu, Himachal Pradesh: The session court of Kullu receives a bomb threat via email. Police and the squad team are checking the premises. pic.twitter.com/0LwAJd3uUM
— ANI (@ANI) July 9, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us