New Update
/anm-bengali/media/media_files/GzAY0dGrNT203O8Lh8jV.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ এবার আতঙ্ক ছড়াল দিল্লির আর কে পুরমের একটি বেসরকারি স্কুলে। জানা গিয়েছে, দিল্লির আর কে পুরমের লাল বাহাদুর শাস্ত্রী স্কুলের অফিশিয়াল ইমেল আইডি-তে বোমার হুমকি দেওয়া হয়। মেল পাওয়ার সাথে সাথেই দিল্লি পুলিশের সাথে অবিলম্বে যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষ। বম্ব স্কোয়াডেও খবর দেওয়া হয়। ছাত্র ছাত্রীদের সুরক্ষার জন্য স্কুল খালি করে দিয়ে পুলিশ তল্লাশি শুরু করে। যে মেল আইডি থেকে মেলটি করা হয়েছিল সেই ব্যক্তিকেও খোঁজার চেষ্টা করছে দিল্লি পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us