BREAKING: উড়িয়ে দেওয়া হবে স্বর্ণমন্দির ! এবার স্বর্ণমন্দিরে এল হুমকি ইমেইল

তীব্র চাঞ্চল্য অমৃতসরে।

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : এবার অমৃতসরের স্বর্ণমন্দিরে বোমা বিস্ফোরণের হুমকির ঘটনাকে কেন্দ্র করে এক তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (SPGS) জানিয়েছে,''গতকাল একটি ইমেইল মারফত পাঠানো হয়েছে এই বোমা বিস্ফোরণের হুমকি।'' মূলত ওই ইমেইলে, আরডিএক্স-এর মাধ্যমে স্বর্ণমন্দির উড়িয়ে দেওয়ার কথা লেখা ছিল। এই হুমকি ইমেইল পাওয়ার পরেই তড়িঘড়ি সতর্কতা বাড়ানো হয় সমগ্র এলাকা জুড়ে। এছাড়াও এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।  

golden temple.png