মাদ্রাসার পরিবর্তে মুসলিমদের শিক্ষা, জ্ঞান নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত!

প্রবীণ বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেছেন, “মুসলিমরা হিজাব, সানিয়া মির্জার স্কার্ট লম্বা নিয়ে চিন্তিত।”

author-image
Probha Rani Das
New Update
naseeruddin shahw2.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃপ্রবীণ বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ বলেছেন, “মুসলিমরা হিজাব, সানিয়া মির্জার স্কার্ট লম্বা নিয়ে চিন্তিত।

naseeruddin shahw1.jpg

তিনি বলেন, “মাদ্রাসার পরিবর্তে মুসলিমদের শিক্ষা, জ্ঞান, আধুনিক ধারণা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।”

তিনি আরও বলেছেন, “মোদির বিরোধিতা করা খুব সহজ। ঘটনা হল, মোদী ক্ষমতায় আসার আগে থেকেই এই দেশে অনেক ভুল ছিল। আমাদের দেশে সব সময়ই ধর্মগুলোর মধ্যে বৈরিতার একটা অন্তর্নিহিত স্রোত ছিল।” 

Add 1