চাঞ্চল্যকর ঘটনা! কাঠের বাক্সের ভেতর থেকে মিলল দুই খুদের নিথর দেহ

দিল্লিতে (Delhi) এক ভয়াবহ ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, আজ মঙ্গলবার দিল্লির জামিয়া নগরের একটি কারখানার কাঠের বাক্স থেকে সাত ও আট বছর বয়সী দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

author-image
Pritam Santra
New Update
dead.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে (Delhi) এক ভয়াবহ ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, আজ মঙ্গলবার দিল্লিরজামিয়ানগরেরএকটিকারখানারকাঠেরবাক্স থেকেসাতআটবছরবয়সীদুইশিশুরমৃতদেহউদ্ধারকরাহয়েছে। ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশ জানিয়েছে,গতকালথেকেএই দুই শিশু নিখোঁজছিল।  তদন্তচলছে।