নিজস্ব সংবাদদাতাঃ বোধগয়ায় বিহারের ফ্লোর টেস্ট নিয়ে উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বলেছেন, “ওরা (আরজেডি) ভয়ে আছে। তারা জানে যে তাদের বিধায়করা যে কোনও সময় তাদের ছেড়ে চলে যেতে পারেন কারণ তারা (বিধায়করা) পরিবারতান্ত্রিক এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিতে বিরক্ত। বিধায়কদের বাধ্যতামূলক শ্রমিক হিসেবে রাখার মানসিকতা গণতন্ত্রকে দুর্বল করে। যাঁরা 'বিহারি'কে এক ধরনের 'গালিগালাজ' বানিয়ে ফেলেছেন, তাঁদের বাইরে তাকাতে শুরু করেছে মানুষ এই একবিংশ শতাব্দীতে।”