দাউ দাউ করে জ্বলছে একের পর এক নৌকা! ভয়াবহ ভিডিও

চারিদিকে আতঙ্ক। ভয়ে কাঁপছে মানুষ।যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে দমকল।

author-image
Pallabi Sanyal
New Update
োোোোোোোোো

নিজস্ব সংবাদদাতা : বন্দরে দাঁড়িয়ে রয়েছে পর পর সাতটি নৌকা। সেগুলির প্রত্যেকটিই আগুনের গ্রাসে। দাউ দাউ করে জ্বলছে নৌকাগুলি। আগুনের তীব্রতা এতটাই বেশি যে কালো ধোঁয়ায় ঢেকেছে চারিপাশ। কর্ণাটকের উডুপির গাঙ্গোলি বন্দরের ঘটনা। হতাহতের কোনো খবর নেই। কী থেকে আগুন লাগলো তার তদন্ত চলছে।