/anm-bengali/media/media_files/2024/12/19/9QPqs1TAfR9IY9qcqwW9.jpg)
নিজস্ব সংবাদদাতা : মুম্বাইয়ের বিদ্যাবিহার (Vidyavihar) এলাকায় অবস্থিত একটি বহুতল আবাসিক ভবনের ফ্ল্যাটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধ্যা সোয়া ৫টা নাগাদ শ্যাম কমল বিল্ডিংয়ের ১১ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। আগুনের তীব্রতা দেখে এটিকে 'লেভেল ২' অগ্নিকাণ্ড বলে চিহ্নিত করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
তাৎক্ষণিকভাবে প্রায় ৬ থেকে ৮টি ফায়ার টেন্ডার এবং জলবাহী ট্যাঙ্কার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ এবং অ্যাম্বুলেন্স কর্মীরাও জরুরি ভিত্তিতে পরিস্থিতি সামাল দিতে কাজ করছেন। আবাসিক বহুতল হওয়ায় দ্রুত ফ্ল্যাটগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজ শুরু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য দমকল বিভাগ ও স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করবে।
Blaze erupts at flat in residential building in Vidyavihar area of Mumbai; firefighting underway: officials. pic.twitter.com/QfSpzVGQQD
— Press Trust of India (@PTI_News) November 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us