/anm-bengali/media/media_files/z6sJJiRSdhd0HGltEIOd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃরাজধানী দিল্লির বাতাসের গুণমান দিন দিন অবনতির দিকে এগোচ্ছে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে যে আগামী তিন দিন দিল্লির বায়ুর মান খুবই খারাপ বিভাগে থাকবে। আগামী দুই দিন বাতাসের মান 'সিভিয়ার' ক্যাটাগরিতে থাকবে। তাই এখনই দূষণ থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
দিল্লির অনেক এলাকায় সকাল থেকে বায়ুর সূচক ছিল ৪০০-এর বেশি, যা 'গুরুতর' মানের বিভাগের অন্তর্ভুক্ত। যার মধ্যে রয়েছে মুন্ডকা, জাহাঙ্গীরপুরি, নেহেরু নগর, আইটিও, শাদিপুর, পাঞ্জাবি বাগ, পাটপারগঞ্জ এবং উজিরপুর ইত্যাদি জায়গা।
এই আবহে দিল্লি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপির কর্মী সমর্থকরা। তারা রাস্তায় অক্সিজেন মাস্ক পড়ে তাদের প্রতিবাদ বিক্ষোভ দেখায়।
VIDEO | BJP workers protest in Delhi against Arvind Kejriwal-led AAP government over deteriorating AQI in the national capital. pic.twitter.com/kXePazzpAe
— Press Trust of India (@PTI_News) December 30, 2023
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us