/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রে বর্তমানে এনসিপি প্রধান শরদ পাওয়ারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে বিজেপি কর্মী সৌরভ পিম্পলকারের বিরুদ্ধে। এবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপির মহারাষ্ট্রের রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েছেন, সৌরভ পিম্পলকার দোষ করলে তাকে শাস্তি দেওয়া হবে। তিনি বলেছেন, "গতকাল থেকে শারদ পাওয়ার সম্পর্কে একটি আখ্যান তৈরি করা হচ্ছে। তবে সৌরভ পিম্পলকার তার ট্যুইটে শরদ পাওয়ারকে হুমকি দেননি, তিনি একজন বিজেপি কর্মী। যদি তিনি দোষ করে থাকেন তাহলে আমরা সৌরভ পিম্পলকরকে সমর্থন করি না। যদি তিনি দোষী হন তবে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব"।
Maharashtra | "A narrative is being set since yesterday about Sharad Pawar, Saurabh Pimpalkar did not threaten Sharad Pawar in his tweet, he is a BJP worker. We do not support Saurabh Pimpalkar, if he is guilty then we will take action against him," says BJP state president…
— ANI (@ANI) June 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us