নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা করলেন কটাক্ষ।
তিনি বলেন, 'আজ অরবিন্দ কেজরিওয়ালের রাজনীতির পরিবর্তিত চেহারা প্রকাশ্যে এসেছে...আজ তিনি বলছেন আমি জেল থেকে সরকার চালাব। তিনি শুধু অভিযোগের ভিত্তিতে পদত্যাগের অভিযোগ তুলতেন তাহলে কেন তিনি মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈনের পদত্যাগ গ্রহণ করলেন? এটা এখন পরিষ্কার যে তারা কেজরিওয়ালকে বাঁচাতে বলির পাঁঠা খুঁজতে চায়'।