‘মুসলিম–মাওবাদী কংগ্রেস!’—বিস্ফোরক দাবি বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়ার

বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, দলের ডিএনএ এখন “মুসলিম–মাওবাদী কংগ্রেস।” সোনিয়া গান্ধীর উপস্থিতিতে মিশেল বাশেলেটকে ইন্দিরা গাঁধী পিস প্রাইজ দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

author-image
Tamalika Chakraborty
New Update
gourav bhatia .jpg

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের বিরুদ্ধে ফের তোপ দাগলেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছেন—কংগ্রেসের ডিএনএ নাকি এখন “মুসলিম–মাওবাদী কংগ্রেসে” পরিণত হয়েছে। ভাটিয়ার অভিযোগ, দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল যখন মাওবাদী সংগঠনের মতো আচরণ করে এবং বিদেশে নিজের নেটওয়ার্ক ছড়িয়ে দেয়, তখন তা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে।

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস, ডিসআর্মামেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ২০২৪’–এর পুরস্কার প্রদান অনুষ্ঠান। সোনিয়া গান্ধীর উপস্থিতিতে এই সম্মান দেওয়া হয় চিলির প্রাক্তন রাষ্ট্রপতি মিশেল বাশেলেটকে। কিন্তু এই নিয়েই ক্ষোভ উগরে দেন গৌরব ভাটিয়া। তাঁর অভিযোগ, কংগ্রেস যেমন নাকি “ভারত–বিরোধী”, যাকে পুরস্কার দেওয়া হল তিনিও ভারতের সার্বভৌমত্বকে বারবার আক্রমণ করেছেন।

govrav bhatia

ভাটিয়া দাবি করেন, মিশেল বাশেলেট জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৪২তম অধিবেশনে দাবি করেছিলেন—কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এমনকি তিনি প্রশ্ন তুলেছিলেন, কিভাবে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করা হল। বিজেপির মুখপাত্রের কথায়, যিনি ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন, তাঁকে কংগ্রেসের পুরস্কার দেওয়া প্রমাণ করে—দলের ভাবনা ঠিক কোন দিকে।

কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে কোনও পাল্টা প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।