New Update
/anm-bengali/media/media_files/iNd4O5fCbJVis2hHsoih.jpg)
নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে লোকসভা নির্বাচন চলছে। তার মধ্যে শেয়ারবাজার নিম্নগামী। কারণ হিসেবে জানা গিয়েছে, বিদেশি বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, গতবারের থেকে এবারে বিজেপির আসন কমে যাবে। সেই কারণে বিদেশি বিনিয়োগকারীরা লগ্নি করতে ভয় পাচ্ছেন। তার জেরে সূচকের অস্থিরতা দেখতে পাওয়া যাচ্ছে।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us