কেজরিওয়ালের বিরুদ্ধে জটিল প্রমাণ প্রকাশ্যে আনছে বিজেপি!

বিজেপি “AAP বিধায়কদের কেনার চেষ্টা করছে”।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kejri anu.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল ইডির পঞ্চম সমন এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর তারপরই মুখ্যমন্ত্রীর বাসভবনে এলেন এসিপি ক্রাইম ব্রাঞ্চ, পঙ্কজ অরোরা। মূলত, গতকাল পুলিশ আধিকারিকরা জানান যে, বিজেপি “AAP বিধায়কদের কেনার চেষ্টা করছে” এমন বিষয়ে আপ নেতাদের অভিযোগ পত্র গ্রহণ করেছে। সেই বিষয়ে কথা বলতেই আজ এসিপি ক্রাইম ব্রাঞ্চ আসেন মুখ্যমন্ত্রীর বাড়িতে।

তবে এই অভিযোগকে ভালোভাবে নিচ্ছেন না কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিন তিনি বলেন, “অরবিন্দ কেজরিওয়াল বিজেপি বিরুদ্ধে তাদের বিধায়ক কেনার অভিযোগ করেছেন। তাই এখন সময় এসেছে পুলিশ এবং দেশকে বলার তাদের কাছে কী প্রমাণ আছে। অন্যথায় আবারও তারা নিজেদের রূপ দেখাবে। সেই সব প্রমাণ দিয়েই ফাঁস হয়ে যাবে মনোযোগ ঘোরাতেই তারা এই অভিযোগ নিয়ে আসছে বিজেপির বিরুদ্ধে”।

স্ব

স

স