কাশ্মীরে ৩৭০ না ৩৭১ ধারা? 'লজ্জাজনক', খাড়গের ভুলকে কটাক্ষ করলেন BJP নেতা

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কটাক্ষ করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।

author-image
Anusmita Bhattacharya
New Update
KHARGE CONG.jpg

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের চুরুতে এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। সেটা নিয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, 'কৃষকদের সাথে সম্পর্কিত অনেক সমস্যা আছে। কৃষকরা কষ্ট পাচ্ছে এবং তাদের হাজার হাজার মানুষ আত্মহত্যা করেছে। তাদের সমস্যা নিয়ে কথা না বলে প্রধানমন্ত্রী বলেন, তিনি ৩৭১ বাদ দিয়েছেন। এখানকার মানুষের কী সম্পর্ক?' 

modi khargee.jpg

৩৭০ ধারা বলতে গিয়ে তিনি সেটাকে ৩৭১ ধারা বলেছেন যা নিয়ে তোলপাড় রাজনীতি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বক্তব্য নিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, 'এটা লজ্জাজনক যে খাড়গেজি জানেন না যে ৩৭০ ধারাটি বাতিল করা হয়েছিল, ৩৭১ নয়। এটি জিভের ভুল নয়...এই লোকেরা সবসময় জম্মু ও কাশ্মীরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। তারা কখনই জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ বলে মনে করেনি...এই লোকেরা বলছে কাশ্মীর নিয়ে রাজস্থানে আলোচনা করা উচিত নয়। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ'।

Salient points of the press conference of BJP National Spokesperson Shri Shehzad  Poonawalla | Bharatiya Janata Party

Add 1