নিজস্ব সংবাদদাতা: বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতম শাহদারা জেলার ঝিলমিলের কৃষ্ণা মার্কেটে প্যামফলেট বিতরণ করেছেন।
বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক দুশ্যন্ত কুমার গৌতম এই বিষয়ে বড় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “বিজেপি নেতা ও কর্মীরা আজ প্রায় ৭৫০ টি ক্যাম্পে গিয়েছিলেন। আমরা এখানে রাত কাটাব"।