চিদাম্বরমের মন্তব্যে বিজেপি সাংসদ যোগেন্দ্র চন্দোলিয়ার পাল্টা — “১৯৮৪-র সন্ত্রাসবাদ ছিল ভারতেরই অভ্যন্তরীণ সমস্যা”

কংগ্রেস নেতা পি. চিদাম্বরমের ‘হোমগ্রোন টেররিস্ট’ মন্তব্যে বিজেপির প্রতিক্রিয়া।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-13 9.44.42 PM

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা পি. চিদাম্বরমের সাম্প্রতিক “হোমগ্রোন টেররিস্ট” মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ নিয়ে বিজেপি সাংসদ যোগেন্দ্র চন্দোলিয়া বলেন, “আমি পি. চিদাম্বরমকে মনে করিয়ে দিতে চাই ১৯৮৪ সালের পাঞ্জাবের সন্ত্রাসবাদের কথা। তখনকার সন্ত্রাসবাদ ছিল ভারতের ভেতরেই জন্ম নেওয়া — ইন্দিরা গান্ধীর আমলে।”

চন্দোলিয়া আরও বলেন, “সেই সময় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটজনক, এবং সেই সন্ত্রাসবাদই ছিল প্রকৃত ‘হোমগ্রোন টেররিজম’-এর উদাহরণ।”