'এবার ৪০০ পার'! বিজেপি vs কংগ্রেস

'এবার ৪০০ পার' মন্তব্য নিয়ে শুরু হল বিজেপি বনাম কংগ্রেস।

author-image
Anusmita Bhattacharya
New Update
bjp cong raja.jpg

নিজস্ব সংবাদদাতা: 'বিজেপির সমস্ত কর্মীরা এবং দলের নেতৃত্ব ৪০ পার লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছে। কিন্তু যখন বিরোধীরাও আমাদের দাবি আওড়াচ্ছে তাতে মনে করা হচ্ছে এটা ভালো লক্ষণ যে বিরোধীরাও মানুষের পছন্দকে মেনে নিয়েছে'। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের 'এবার ৪০০ পার' মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমনটাই বললেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য।

flavourfood

flamefood1

cityaddnew