/anm-bengali/media/media_files/2025/10/18/screenshot-2025-10-18-pm-2025-10-18-16-54-03.png)
নিজস্ব সংবাদদাতা: উৎসবের আবহে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি দেশবাসীকে ধনতেরস ও দীপাবলি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “দিল্লি এবং সমগ্র দেশের মানুষকে ধনতেরসের শুভেচ্ছা জানাই। মা লক্ষ্মীর আশীর্বাদে যেন প্রত্যেকের ঘরে ধনের বর্ষণ হয়, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক প্রত্যেকটি পরিবার।”
তিওয়ারি আরও বলেন, “দীপাবলি ও ধনতেরস— এই দুটি উৎসব শুধু সম্পদের নয়, আলোর ও আশার প্রতীক। এই উৎসব আমাদের জীবনে ইতিবাচকতা ও ঐক্যের বার্তা নিয়ে আসে।”
/anm-bengali/media/post_attachments/d955857a-48a.png)
তিনি নিজের শুভেচ্ছা বার্তায় সকল নাগরিককে আহ্বান জানান উৎসবের আনন্দ ভাগ করে নিতে এবং সমাজে ঐক্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে।
মনোজ তিওয়ারি বলেন, “আমার প্রার্থনা, মা লক্ষ্মী ও ভগবান ধন্বন্তরী সবার জীবনে স্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুন। দেশের প্রতিটি ঘরে আলো ছড়িয়ে পড়ুক।”
#WATCH | Delhi: BJP MP Manoj Tiwari says, "Greetings to the people in Delhi and across India on the occasion of Dhanteras. May it rain 'dhan' in everyone's home and may they be blessed by Maa Lakshmi...Greetings to everyone on Diwali and Dhanteras." pic.twitter.com/sCAnfPYCQW
— ANI (@ANI) October 18, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us