ধনতেরস ও দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি

“মা লক্ষ্মীর আশীর্বাদে সবার ঘরে বর্ষিত হোক ধন”— দিল্লি ও দেশের মানুষের প্রতি মনোজ তিওয়ারির শুভকামনা বার্তা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-18 4.53.43 PM

নিজস্ব সংবাদদাতা: উৎসবের আবহে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি দেশবাসীকে ধনতেরস ও দীপাবলি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “দিল্লি এবং সমগ্র দেশের মানুষকে ধনতেরসের শুভেচ্ছা জানাই। মা লক্ষ্মীর আশীর্বাদে যেন প্রত্যেকের ঘরে ধনের বর্ষণ হয়, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক প্রত্যেকটি পরিবার।”

তিওয়ারি আরও বলেন, “দীপাবলি ও ধনতেরস— এই দুটি উৎসব শুধু সম্পদের নয়, আলোর ও আশার প্রতীক। এই উৎসব আমাদের জীবনে ইতিবাচকতা ও ঐক্যের বার্তা নিয়ে আসে।”

তিনি নিজের শুভেচ্ছা বার্তায় সকল নাগরিককে আহ্বান জানান উৎসবের আনন্দ ভাগ করে নিতে এবং সমাজে ঐক্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে।

মনোজ তিওয়ারি বলেন, “আমার প্রার্থনা, মা লক্ষ্মী ও ভগবান ধন্বন্তরী সবার জীবনে স্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুন। দেশের প্রতিটি ঘরে আলো ছড়িয়ে পড়ুক।”