/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার ছাঙ্গুর বাবাকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ ব্রিজ লাল। তিনি বলেন,''ভারত-নেপাল সীমান্ত একটি অত্যন্ত সংবেদনশীল অঞ্চল। এই সীমান্তের কাছে থাকা কিছু মাদ্রাসা আসলে শরণার্থী শিবির। ছঙ্গুর বাবা যে কেল্লা তৈরি করেছিলেন, তার অর্থ এসেছে পাকিস্তান ও অন্যান্য ইসলামিক দেশ থেকে। তাদের একটাই উদ্দেশ্য ভারতকে একটি ইসলামিক দেশ বানানো। যুদ্ধ করে তারা জিততে পারবে না।''
এরপর তিনি বলেন,''আমাদের এন্টি টেররিস্ট স্কোয়াড (ATS) এই তথাকথিত বাবার নেটওয়ার্ক ফাঁস করেছে। বিদেশ থেকে এই নেটওয়ার্কে অর্থ আসছে বহুদিন ধরেই। বহু সন্ত্রাসবাদীও এই অর্থে সহায়তা পেয়েছে। একসময় সাইকেলে আংটি বিক্রি করতেন ছঙ্গুর বাবা, আজ তার সম্পত্তি ৪০০-৫০০ কোটি টাকার মতো।''
#WATC | Chhangur Baba conversion racket | Lucknow, UP: BJP MP Brij Lal says, "The India Nepal border has been a very sensitive area... These madrasas near the border are refugee camps. The fort that Chhangur Baba built in India was funded by Pakistan and other Islamic countries.… pic.twitter.com/PQZFpUjAa0
— ANI (@ANI) July 13, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us