মোদীর বিরোধীতা যে দেশ, যে নেতা করেছে তারা ডুবেছে! কটাক্ষ দিলীপের

২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যে শান দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। এদিকে এই নিয়েই এবার সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

author-image
SWETA MITRA
New Update
dilip ghosh.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যে শান দেওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। এদিকে এই নিয়েই এবার সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি (BJP) বিরোধীবিশেষকরেপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদীবিরোধীজোটকেপাকিস্তানেরসঙ্গেতুলনাকরলেনবিজেপিরসর্বভারতীয়সহসভাপতিদিলীপঘোষ। ইমরান খানের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ আজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীরবিরোধীতাযেদেশ, যেনেতাকরেছেতারাডুবেছে।২০২৯ সালেও ব্রিগেডেবিরোধীদেরমহাসমাবেশহয়েছিল।সেইসময়েলোকসভাভোটেবিজেপিরআসনসংখ্যা২৮৩থেকেবেড়ে৩০৩ হয়েছিল।অন্যদিকেএইজোটেরনেত্রীমমতা বন্দ্যোপাধ্যায়েরও১২টিআসনকমে গিয়েছিল।মোদীরবিরুদ্ধেসবাইস্লোগানতুলেছিল। কিন্তু সবাই মুখ থুবড়ে পড়েছিল।‘