সদনের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান বিজেপি সাংসদের

“জনগণের সমস্যাই হোক আলোচনার মূল কেন্দ্র”—দিল্লিতে শশাঙ্ক মণি ত্রিপাঠীর বক্তব্য।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: চলমান সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ইতিবাচক আশা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের দেওরিয়া থেকে নির্বাচিত বিজেপি সাংসদ শশাঙ্ক মণি ত্রিপাঠী। তিনি বলেন, “এই অধিবেশন নিয়ে আমাদের ভালো প্রত্যাশা রয়েছে… জনগণের সমস্যাগুলি, ‘বন্দে মাতরম’ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিল নিয়ে গঠনমূলক বিতর্ক হবে বলে আশা করি।”

সাংসদের কথায়, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখাই এই অধিবেশনের সফলতার মূল শর্ত। তিনি সকল দলের সদস্যদের উদ্দেশে আহ্বান জানান—“গণতন্ত্রের মর্যাদা রক্ষা করুন, যাতে অধিবেশন নির্বিঘ্নে চলতে পারে।”

এছাড়া তিনি বিহারের সাম্প্রতিক নির্বাচন ফলাফলের প্রসঙ্গ টেনে বলেন, SIR (Special Intensive Revision) নিয়ে জনগণের মনোভাব স্পষ্টভাবেই প্রতিফলিত হয়েছে। তাঁর দাবি, “বিহারের মানুষ NDA-কে ২০০-র বেশি আসন দিয়ে SIR সম্পর্কে নিজেদের মত জানিয়ে দিয়েছেন। বিরোধীদের শেখা উচিত—জনতার কথা না শুনলে তারা বিরোধীতাতেই আটকে থাকবে।”