আইন ও বিচার সংক্রান্ত সংসদীয় কমিটির দায়িত্ব পেলেন বিজেপি সাংসদ ব্রিজ লাল !

বড় দায়িত্ব পেলেন বিজেপি সাংসদ ব্রিজ লাল।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার পার্সোনেল, পাবলিক গ্রিভ্যান্স, আইন ও বিচার সংক্রান্ত কমিটির (Committee on Personnel, Public Grievances, Law & Justice) চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় জনতা পার্টির (BJP) সাংসদ ব্রিজ লাল (Brij Lal)। এই কমিটি কেন্দ্রীয় সরকারের কর্মী নিয়োগ, জনপ্রশাসন সংক্রান্ত অভিযোগ এবং দেশের বিচার ও আইন ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখার দায়িত্বে থাকে। এই পদে ব্রিজ লালের নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

456675-pti06272024000172b